পরিমল বিশ্বাস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সুসংবাদে আনন্দ মিছিল করেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে ডাক ঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশ আনন্দ মিছিল করেন।
বুধবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুরে এ মিছিল করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ফারুক ওমরসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সুসংবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিল বের করি।আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার ও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবং জামাত বিএনপির অগ্নিসংযোগ ও যেকোনো নৈরাজ্য রুখতে আমরা সব সময় ঐকবদ্ধ হয়ে সব সময় রাজপথে আছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মোকাবেলা রুখতে রাজপথে আছি এবং সবাই নিয়ে সব সময় থাকব। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব।
Leave a Reply