অরুন রাহা, রাজবাড়ী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ , সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, গুলজার হোসেন মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply