কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বুধবার বেলা ১১ টায় বহরমপুর ইউনিয়নের মোল্লার বাজারে জনসাধারণের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনে দেড় শতাধিক মানুষ অংশ নেন।
অভিযুক্ত আসাদুজ্জামান সোহাগ উপজেলার বহরমপুর ইউপি চেয়ারম্যান।
মানববন্ধনে মনিরুজ্জামান বিপ্লব নামে স্থানীয় আ.লীগ নেতা দাবি করেন, তার বোন মৌসুমি আক্তারের সাথে চাচাতো ভাই ফেরদৌস ঢ়াড়ির ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। বহরমপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার বোন মৌসুমিকে ব্ল্যাকমেইল করে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন এবং মৌসুমিকে জোর করে কয়েক মাস আগে বিয়ে করেন।
পরে নভেম্বরের শুরু দিকে চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার বোন মৌসুমি আক্তারকে হত্যা করে বাথরুমে ফেলে রাখে আত্মহত্যা বলে চালিয়ে দেন।
মৌসুমির ভাইয়ের অভিযোগ, মাদকাসক্ত চেয়ারম্যান সোহাগ দীর্ঘদিন ধরে মোটা টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল মৌসুমিকে। হত্যার আগে তার বোনকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
তিনি আরও দাবি করেন, চেয়ারম্যানের চাচা আব্দুল আজীজ উপজেলা চেয়ারম্যান হওয়ায় তিনি ন্যায় বিচারে প্রভাববিস্তারসহ তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন।
আদালতের নির্দেশে থানায় এজাহার নেয়া হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না।
Leave a Reply