সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালগঞ্জ কলেজ আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।
এসময় জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোখছেদ আলী প্রামানিক, সহসভাপতি আঃ রহিম মাস্টার, জেলা পরিষদের সদস্য মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
সংলাপে তরুনদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন হুইপ সেইসাথে শিক্ষাসহ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকা মার্কাকে আবারো বিজয়ী করার আহ্বান জানান এবং আগামী ২০২৭ সালের মধ্যে জয়পুরহাটকে বেকারমুক্ত ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।
Leave a Reply