কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্পিড ট্রাস্টের উদ্যোগে জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় স্পিড ট্রাস্ট ফিল্ড অফিস বিলবিলাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: হানিফ।
অধ্যাপক আমিরুল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ।
বাংলাদেশে গ্রামীণ ভূমিহীন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠীর ভ‚মি অধিকার ও সরকারি পরিষেবায় প্রাপ্তি’’ শীর্ষক কর্মসূচী উজ্জীবক সাইফুল ইসলাম সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিতি বাউফল কৃষি সম্প্রসারন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আনছার উদ্দিন মোল্লা। বাউফল প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক কহিনুর বেগম। সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ে ধারনাপত্র পাঠ করেন কৃষক দলীয় নেতা লামিয়া আক্তার। আলোচনা সভায় স্টান্ড ফর হার ল্যান্ডে ক্যাম্পেইন সালমা বেগম নেতৃত্বে দলীয় সংগীত পরিবেশন করেন প্যারালিগাল সহায়ক দল। আলোচিত সভা সভায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন ৯ টি জন সমবায় দলনেতা, নাজিরপুর নিমদী ও ধান্দী এলকায় ৩ টি দলীয় নেতাসহ শেরেবাংলা জন সমবায় দলীয় সদস্য, কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ৭০ জন অংশগ্রহন করেন।
Leave a Reply