ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম নামের এক যুবলীগের নেতাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তার সঙ্গে থাকা কবির মিয়া নামে একজনকেও কুপিয়ে আহত করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরআগে, রাত সাড়ে ১১টার দিকে বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ সড়কের শাখামারা ব্রিজ এলাকায় হামলার শিকার হন তিনি।
নিহত জাহিদুল ইসলাম (৩৮) সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। এছাড়া আহত কবীর মিয়া (৩৫) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাচুয়াহাটি গ্রামের আলম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বামনডাঙ্গা থেকে জাহিদুল ইসলাম ও কবির মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ এলাকায় পৌঁছিলে ৭-৮ জন হঠাৎ করে রশি টেনে মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কোপ দেয়। এছাড়া লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তার সঙ্গে থাকা কবিরকে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহিদুলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভর্তির পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাতেই জাহিদুলের মৃত হয়।
হাসপাতালে নেয়ার পর আহত জাহিদুল ইসলাম জানান, হামলাকারী ৭-৮ জন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরে কোপ দেয়। পরে তারা হাত ও পায়ের রগ কেটে দেয়। হামলাকারীদের মধ্যে মুছা, সামু, ইমতিয়াজ ও খাদেমুলসহ কয়েকজনকে চিনতে পেরেছি। তাদের সকলেই স্থানীয় বিএনপি ও জাময়াত-শিবিরের কর্মী। হামলার ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ওই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply