বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলায় জনপ্রিয় মোহনা টিভি চ্যানেলের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এল এফ জি রেষ্টুরেন্টে মোহনা টিভির রিপোর্টার সাখাওয়াত হোসেন আল – আমিন এর আয়োজনে, মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শজল চন্দ্র শীল, এডিশোনাল পুলিশ সুপার বাকেরগঞ্জ (সার্কেল) ফরহাদ সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু), উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ, একাত্তর টেলিভিশন ও যুগন্তর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি তালুকদার মোহাম্মদ (জুয়েল), বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আনিসুর রহমান (লিমন) জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা, জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃ জিয়াউল হক আকন, দৈনিক বরিশাল সমাচার পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান (মোর্শেদ) সহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তৃতায় বলেন মোহনা টিভি দীর্ঘ ১৪ বছরের সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মোহনা টিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মোহনা টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যহত রাখবে, মোহনা টিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করেন। প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
মোহনা টিভি’র ১৪ তম বর্ষ পূর্তি ও ১৫ তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা শেষে মোহনা টিভির প্রয়ত এম ডি জিয়াউদ্দিন আহমেদ মজুমদার এর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় ও মোহনা টিভির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন মজুমদার এমপির রোগ মুক্তি কামনায় এবং মোহনা টিভি’র সাফল্য কামণা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply