ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ভালো নেতা না থাকায় গাইবান্ধার উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মাওলা।
তিনি বলেন, গাইবান্ধা উত্তর অঞ্চলের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি এলাকা, এ এলাকার আশপাশের প্রতিটি এলাকার উন্নয়ন হয়েছে কিন্তু এজেলার উন্নয় হয়নি। এজেলায় যে নেতারা আছে সবাই যার যার স্বার্থে কাজ করেছে, তাই এলাকার উন্নয়ন হয়নি।
গাইবান্ধায় কর্মহীন দুঃস্থ্য নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাইবান্ধায় নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও উপদেষ্টা মোঃ মাসরুর মওলা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার সরওয়ার হোসেন শাহিনের অর্থায়নে ও সহযোগিতায় শুক্রবার (১০ নভেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মহীন দুঃস্থ্য দুই শতাধিক মহিলদদের মাঝে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি, সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন, শ্রমিক পার্টির সভাপতি রেজাউন্নবী রাজু, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী রোমান, ইঞ্জিনিয়ার মহসিন সর্দারসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
Leave a Reply