মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুডায় মুক্তিযোদ্ধা সেনা হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদরের সংসদ সদস্য, রাগেবুল আহসান রিপু এমপি।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সহ-সভাপতি আমানুল্লাহ আমান ও জেলা মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply