মোঃ কামাল হোসেন, অভয়নগর : এক রাউন্ড ফাঁকাগুলি ফায়ার। আতঙ্কে এলাকাবাসী যশোরের মনিরামপুর – অভয়নগর সীমান্তে চাঁদা না দেওয়ায় মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিসসহ ৪টি টোঙ্ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পরে এক রাউন্ড ফাঁকাগুলি ফায়ার করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনা আতঙ্কে আছে এলাকাবাসী।
পরে শুক্রবারে ঘের মালিক কামরুল হাসান মধু নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার বাজে কুলটিয়া গ্রামে বিল বোকড়ে ৮৬০ বিঘা একটি মাছের ঘেরে অফিস ও টোঙ্ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
যশোরের মনিরামপুর – অভয়নগর সীমান্তের কুলটিয়া এলাকায় কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ তারা তিনজন মিলে যৌথভাবে মৎস্য চাষ করে আসছেন। উপজেলার বাজেকুলটিয়া বিল বোকড় এলাকায় তাদের ৮৬০ একর জমিতে মাছ চাষের প্রজেক্ট রয়েছে। এ প্রজেক্টের পাবদা, টেংরা মাছের সঙ্গে সাদা মাছ চাষ করেন।
শুক্রবার রাত ১০ টার সময় ৬/৭ দুর্বৃত্তরা ওই ঘেরে আসে। এসময় মৎস্য ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস অফিস ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হা,পা ও মুখ বেঁধে ঘেরে থাকা চারটি ঘরে অফিস, রান্না ঘর, মাছের খাবারের ঘর ও একটি স্টোর রুমে আগুন ধরিয়ে দেন পরে এক ফাঁকা গুলি চোড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘর গুলো পুড়ে যায। পরে ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস কোন মতে হাত খুলে মালিক কামরুল হাসান মধুকে ফোন দেন। এ সময় তিনি অন্যান্য কর্মচারীদের ঘেরে যেতে বলে এবং বিষয়টা খোঁজখবর নিতে বলেন। পরে তিনি ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মাছের খাবার ও মালামাল পুড়ে যায়। ক্ষতি হয়েছে ৫০ লক্ষ টাকা। পরে মনিরামপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৎস্য ঘেরে থাকা কর্মচারী গণেশ বিশ্বাস জানান, শুক্রবার বৃহস্পতিবার রাত ৮ পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত ১০ টার ৬/৭ অজ্ঞাত নামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে। আমার হাত পা বেঁধে ঘেরের পাশে রেখে সব ঘরে আগুন লাগিয়ে ধরিয়ে দেন। এবং আমাকে বলতে থাকে এত বড় ঘের করিস।আমাদের কোন চাঁদা দেয় না তোর মহাজোনেরা। তাই বলে ঘর গুলো পুড়িয়ে দেন। পরে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে মুহুতের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে কোনমতে মোবাইল ফোনে মহাজনকে জানাই।এরপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।
কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ বলেন, একটি সন্ত্রাসী বাহিনী তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ার কারণে তার এমন ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবারে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘আমি ঘটনা শুনে প্রথমে একজন এসআইকে পাঠিয়েছিলাম, তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এটা খুবই দুঃখজনক। ঘের মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে।এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply