অরুণ রাহা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় সংলগ্ন ইট ভাটার সামনে মহাসড়কে ককটেল বিষ্ফোরণ ও টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিএনপি’র মিছিল নিয়ে একদল স্লোগান দেন ৪ঠা নভেম্বর ও ৫ই নভেম্বরের অবরোধ সফল হোক সার্থক হোক। এই স্লোগানের সাথে সাথে তারা ককটেল নিক্ষেপ ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন সেই সাথে ইট পাটকেল নিক্ষেপ করেন এতে রাস্তার দুই পাশে যানজট লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দঘাট থানা পুলিশ। এরপর ককটেলের আলামত সংগ্রহ করেন। এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ছোরা ইটপাটকেলর আঘাতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়। তারা এখন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। বিএনপি’র লোকজন ঘটনাটি ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply