ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় মিছিল নিয়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা দুপুরে গাইবান্ধার শহরতলীর কদমতলা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে কদমতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় লাঠি হাতে মিছিলের সামনে থেকে এক যুবককে কয়েকটি অটোরিক্সা ও ব্যাটারিচালিত ইজিবাইক এবং সিএনজি ভাংচুর করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা সটকে পরে ।
Leave a Reply