মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানার ভুক্ত পলাতক ৩ জন আসামী গ্রেফতার করে পুলিশ ।
অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/ সালেহুর রহমান, এএসআই/ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন কমলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চলিয়ে মামলা নং- এমআর ৭১/২ সংক্রান্তে আসামী ইদ্রিস আলী, পিতা- আঃ আউয়াল, সাং-ছোট কমলাবাড়ী, এমআর ১১৭/২৩ সংক্রান্তে আসামী আব্দুল মেছের, পিতা- মৃত আবু সাহিদ, সাং- বড় কমলাবাড়ী এবং এমআর ১১৭/২৩ (আদিত) আসামী সফিকুল ইসলাম, পিতা-মোহাম্মদ আলী, সাং- ভেটেশ্বর কুমড়ীরহাট, সর্ব থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। পর গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কমলাবাড়ী ইউনিয়নে হতে পরোয়ানার ভুক্ত পলাতক ৩ জন আসামী গ্রেফতার করেন পুলিশ ।
Leave a Reply