সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের কাঠালতলা এলাকায় পরিবহনের চাপায় খোদেজা বেগম (৬০) নামের এক নারী মারা গেছেন।
নিহত খোদেজা বেগম লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের মৃত সিরাজ শেখ এর স্ত্রী।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ওই নারী বাড়ি থেকে ভ্যানযোগে তার বোনের বাড়ি যাচ্ছিলেন। ভ্যানটি কাঠালতলা এলাকায় পৌছালে তিনি ভ্যান থেকে নামেন। এমন সময় একটি মটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি সড়কের উপর পড়ে যান। সেই সময়ে অজ্ঞাত দ্রুতগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোদেজা বেগমকে মৃত বলে ঘোষনা করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করেন। পুলিশ ঘাতক বাস ও মটরসাইকেলটি জব্দ করতে পারেনি।
Leave a Reply