শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি ভেন্নাবাড়ী গ্রামে নিজের পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই সন্তানের জনক অমল চৌধুরী (৩৭) নামক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে এলাকার নিখিল চৌধুরীর ছেলে। আজ ২৯ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিজ বসত ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে লিজ পাড়ের শশা ও টমেটো ক্ষেত রক্ষার্থে ফাঁদ পাতে উক্ত কৃষক। ঘটনার সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ফাঁদে জড়িয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে সে। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ইউপি চেয়ারম্যান তুষার মধু সদস্য গোলক গাইন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, নিজের পাতানো ফাঁদে নিজেই মৃত্যুবরন করেছে, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, লাশের ময়না তদন্ত করা হবে না।
Leave a Reply