মোঃ সবুজ মিয়া, বগুড়া : গাবতলীর আখরকান্দা গ্রামের মৃত মন্তেজার রহমান প্রামানিকের পুত্র বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওয়ায়েজিন, পাচবাড়িয়া আহাম্মাদদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মুফ্তি মাওলানা এরশাদুল বারী গত ২৭শে অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। সে ২পুত্র ১কন্যা সন্তানের জনক।
২৮শে অক্টোবর শনিবার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমের জানাযায় অংশ নিতে ও তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ তার বাড়িতে আসেন। মরহুম এরশাদুল বারী গাবতলী উপজেলা তালিমুল কোরআন পরিষদের সভাপতি দায়িত্বরত ছিলেন। সে কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের ঈদগ্রাহ মাঠ ও মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছে জানাযায় উপস্থিত ধর্মপ্রাণমুসল্লী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
Leave a Reply