মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : তিস্তা টোলপ্লাজা এলাকায় লালমনিরহাট বড়বাড়ী হইতে বগুড়া গামী একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩কেজি গাঁজা সহ একজন মাদক কারবারি কে আটক করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, বগুড়া জেলা/থানার রাজাপুর আর্দশ গ্রামের বাদশা প্রামানিকের ছেলে এরশাদুল ইসলাম (২৮)।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোলপ্লাজা এলাকায় লালমনিরহাট বড়বাড়ী হইতে বগুড়া গামী একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজন কে আটক করেন। ঘটনার স্থান থেকে কৌশলে পালিয়ে যায় এক জন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানার মামলা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজা এলাকা হতে একটি মিনিট্রাক ও ১৩কেজি গাঁজাসহ এক জনকে আটক করেন।
Leave a Reply