অরুণ রাহা, গোয়ালন্দ (রাজবাড়ী) : আমরা চাই সামনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এবং শেখ হাসিনার যেন আবারো প্রধানমন্ত্রী হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। যারা বলেন, সরকারকে এ মাসেই পদত্যাগ করতে হবে তারা মনে রাখবেন আওয়ামী লীগ সরকার ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মরে যায় নাই। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি এ কথা বলেন ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে কৃষকলীগকে ভালোবাসে এবং কৃষকলীগই আমাদের প্রাণ। কৃষকরা মাঠে প্রান্তরে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। ৭ কোটি দেশের মানুষ এখন ১৭ কোট। কন্তিু দেশের মানুষ কেউ না খেয়ে নেই। আজ আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে দেশ আজ যতটা নিরাপদ বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে দশে ততটা নিরাপদ ছিলোনা। কৃষকের ওপর ভিত্তি করেই আমরা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা কৃষক লীগ করে আমি তাদের মনে প্রাণে ভালোবাসি।
“কৃষক বাঁচাও – দেশ বাঁচাও” এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভায় রাজবাড়ী জেলা কৃষক লীগ সম্মলেন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু বককার খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, কৃষক লীগরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
বিষের অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সদস্য পানি ও সেচ বিষয়ক সম্পাদক আঃ রাশেদ খান, মো. সোয়েব আকন, এ্যাড. মোবাশ্বের হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মো. আবুল হোসেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল্লা আল মামুন আরজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসনে প্রামানিক সহ অন্যান্য নতেৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে নূরে আলম সদ্দিকী হক বলেন, যখন আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে তখন আপনার শত্রু জন্মাবে।ঠিক ঐ রোগে আমারে ধরেছে। আমার বিরোধী নেতারা কিভাবে জানতে পেরেছে আমি সামনে সাধারণ সম্পাদক প্রার্থী। সেজন্য তারা জেলার বিভিন্ন স্থানে ভ্যাজাল তৈরি করছে।আপনারা সোজা পথে হাটনে। দলের ভিতর কোন কোন্দল লাগাবেন না। সামনের নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে ক্ষমতায় আসবে সেই চেস্টা করেন। আপনারা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে মাঠে কাজ শুরু করুন।
সভাশেষে জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককর খান বলেন, বর্ধিতসভার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেন প্রামানিককে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হলো। পরর্বতীতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং হাবিবকে সামায়িক অব্যাহতি দিয়েছিলাম তিনি আপাতত অব্যাহতি হিসাবেই থাকবেন এবং রাজবাড়ী পৌর কৃষক লীগ ও গোয়ালন্দ পৌর কৃষকলীগের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় তাদের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।
Leave a Reply