মোঃ কামাল হোসেন, অভয়নগর : “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরের অভয়নগর উপজেলায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়।
বুধবার (১৮অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, পুরষ্কার বিতরণ এবং শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আবু নওশাদ নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আবু নওশাদ।
উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান,নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি) হামিদ উদ্দিন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.রবিউল ইসলাম বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
Leave a Reply