এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকার ভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের হাজার হাজার সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
মঙ্গলবার(১৭ অক্টোবর)দুপুরে বরমী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হারুন অর-রশীদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:শাফি উদ্দিন মোড়ল।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো:আমির হামজা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ:লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র আলহাজ্ব মো: আমজাদ হোসেন বি.এ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সরকার,বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, বরমী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারসহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সিকদার মাহমুদ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রধান, যুবলীগ নেতা ফয়সাল আবেদীন, যুবলীগ নেতা এমদাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহাবুব হাসানসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply