স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ সিভিল সার্জন (সিএস) অফিসের কর্মচারী পরিসংখ্যানবীদ মনিরুল ইসলাম (নয়ন) এর খুটির জোর কোথায়? প্রশ্ন সাধারণ মানুষের মাঝে।
জানা যায়, ২০১৬ সালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় আলমারী ক্রয়, কমিউনিটি ক্লিনিকের নলকুপ মেরামত, পরিবহন খাত ও মিটিং বাবদ সহ বিভিন্ন খাতে সরকারের টাকা উত্তোলন করে আত্মস্বাৎ করেন।
এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ সমীর কান্তি সরকার মনিরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।
এ ছাড়াও কর্মচারী বদলী, বে-সরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বানিজ্য, বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান না করা, অফিসের কর্মচারীদের সাথে দুর ব্যবহার, বদলীর দুই মাসের মধ্যে পূর্বের কর্মস্থলে পুনরায় যোগদান করা সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ।
অন্যদিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন লাইসেন্স বা লাইসেন্স নবায়ন করতে গেলে সিভিল সার্জনের পরিদর্শন খরচ, ঢাকা সাস্থ্য অধিদপ্তরের খরচ বাবদ প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে তিনি নেন মোটা অংকের টাকা।
কোটালীপাড়া উপজেলার কুশলা ইউপি ধোড়ার গ্রামের আবুল হোসেন (আউয়াল মহুরী) এর ছেলে এই দুর্নীতিবাজ পরিসংখ্যানবীদ মনিরুল ইসলাম এতো অনিয়ম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে কি ভাবে বহল তবিয়তে রয়েছেন জেলা সিভিল সার্জন অফিসে, সেটাই এখন সাধারণ জনতা ও অফিসের কর্মচারীদের প্রশ্ন। মনিরুল ইসলামের খুটির জোর কোথায়?
গোপন সূত্রে জানা যায়, উর্ধতন কর্মকর্তা ও রাজনিতীবীদদের সাথে যোগসাজশে এ সব অনিয়ম দুর্নীতি তার নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। আবুল কালাম আজাদ, মোকররম, ইকবাল, রফিক, রাকিব, পালাশ কাজী সহ অফিসের কর্মচারীদের বদলীর ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এই পরিসংখ্যানবীদ ৩য় শ্রেনীর কর্মচারী হয়েও গোপালগঞ্জ শহরে নির্মাণ করেছেন আলিশান বাড়ী।
এ ব্যাপারে সিভিল সার্জন অফিসের কর্মচারী পরিসংখ্যানবীদ মনিরুল ইসলাম বলেন, পেনশনে যাওয়ার আগে আমি সরকারের সব টাকা জমা দিয়ে যাবো, বিভাগীয় মামলা নিষ্পত্তি হয়েছে, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে সাবেক সিভিল সার্জন গোপালগঞ্জ ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, পরিসংখ্যানবীদ মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে শাস্তি স্বরুপ বদলী করা হয়েছে, রাজনৈতিক নেতাদের শুপারিশে পূনরায় এই কর্মস্থলে যোগদান করেছে।
Leave a Reply