ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে, প্রথম খেলায় পলাশবাড়ী উপজেলা বালিকাদল ৪-১ গোলে গোবিন্দগঞ্জ উপজেলা বালিকাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দ্বিতীয় খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা বালকদল ১-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা বালকদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিকালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণী করা হয়।
এতে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) আব্দু আউয়ালের।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লা আল-মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। এর আগে গত ২ অক্টোবর থেকে জেলার ৮ টি বালক ও ৮ টি বালিকা দল নিয়ে শুরু হয় টুর্ণামেন্ট।
Leave a Reply