ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরের সামাজিক নিরাপত্তা কর্মসুচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কান্তনগর বিনয় ভুষণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহিদুল্ল্যাহেল কবীর ফারুকসহ অন্যরা।
সংসদ সদস্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বলেন, তৃণমুলের দুস্থ নারী পুরুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসুচির মাধ্যমে যত রকমের সুযোগ সৃষ্টি করা সম্ভব, তাই করেছেন। সেজন্য সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেথ হাসিনার কোনো বিকল্প নেই। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামলীগ সরকারকে
জনসেবার সুযোগ দেয়ার আহবান জানান তিনি।
এরপর সুবিধাভোগী নারী পুরুষ তাদের অনুভুতি ব্যক্ত করেন।
Leave a Reply