ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলার কালাই থানাধীন সাতার এলাকা থেকে র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ রাজা মিয়া (৫২) কে গত (১১অক্টবর) ২৩ ইং ভোরে (২০০০ পিস) ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর কোম্পানীর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম৷
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘ দিন যাবৎ জেলার মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল চালান নিয়ে নিজ হেফাজতে রেখে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
Leave a Reply