স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিতা বিমল দাস (৬০) কে হত্যার ষড়যন্ত্র মামলায় পুত্র উজ্জল দাস (৩২) সহ চার জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। উক্ত বিমল দাস পৌরসভার এক নং ওয়ার্ড ডহরপাড়া গ্রামের অধিবাসী।
গত বুধবার দিবাগত রাতে পৌর মার্কেট এলাকা থেকে এই ষড়যন্ত্র কারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- উপজেলার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার, নিখিল দাসের ছেলে সুজন দাস এবং সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার।
জানা যায়, কিছুদিন পূর্বে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উজ্জল দাস ভাড়াটে সন্ত্রাসী দ্বারা দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিত ভাবে কুপিয়ে ব্যবসায়ী পিতা বিমল দাসকে হত্যা চেষ্টা চালায়। ঐ ঘটনায় বিমল দাস প্রানে বেচে গেলেও গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করেনে।
এ ব্যাপারে ভাই কালাচাঁদ দাসের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে মাঠে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে পিতাকে হত্যা চেষ্টার মূল ষড়যন্ত্রকারী হিসেবে পুত্র উজ্জল দাসের নাম জানতে পারে আইন শৃঙ্খলা বাহীনি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রসিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিমল দাসকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় মামলা রুজু হয়েছে, প্রধান আসামী উজ্জল দাস সহ ৪ জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছি, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যাহার মামলা নং- ০২, তারিখ- ০৫/১০/২০২৩ ইং।
Leave a Reply