স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ এর উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়ার নিজ গ্রাম ডহরপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ মধ্য ডহরপাড়া পুরাতন জামে মসজিদে প্রয়াত বাবা-মা সহ সকল মুরব্বিদের আত্মার শান্তি কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করেন ধর্মভীরু এই বিচারকের পরিবারের সদস্য বৃন্দ।
অত্র উপজেলার কৃতি সন্তান উক্ত মসজিদ কমিটির সভাপতি বিচারক আকবর আলী শেখ এ সময় মসজিদের উন্নয়নে দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে সবার কাছে দোয়া প্রার্থনা এবং মসজিদের উন্নয়ন মূলক কাজের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেন।
পরে স্বজনদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, মুজাফফর হোসেন, সহ সভাপতি- বাহার আলী শেখ, মোকসেদ আলী শেখ, খোরসেদ আলম শেখ, এ্যাডঃ হোসেন আলী শেখ, হাবিবুর রহমান মুকুল, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, কোষাধক্ষ্য মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা- জাহাঙ্গির হোসেন, মতিয়ার রহমান, ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, ব্যবসায়ী- ফায়েক উজ্জামান, তোফাজ্জল হোসেন, এনামুল শেখ সহ বিচারকের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। সব শেষে তবারক ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply