ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচ বিবিতে মোহাম্মদপুর গ্রামে ধান ক্ষেত থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে৷
শুক্রবার (৬ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ৷
নিহত কলেজের ছাত্র উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে সৌরভ হোসেন (১৮) সরাইল আদর্শ বিদ্যালয়ের ইস এস সি পরীর্ক্ষাী।
প্রত্যক্ষদর্শী জানান, মোহাম্মদপুর গ্রামের মিঠু মিয়, সকালের দিকে বাড়ির পাশে ফসলের মাঠে মাছ ধরতে যাওয়ার সময় একটি লাশ পড়ে থাকা দেখতে পেয়ে তার আত্মচিৎকারের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে ।তার পরে কাছে গিয়ে দেখতে পায়, সৌরভের লাশ সঙ্গে সঙ্গে ইউপি সদস্য মিনহাজুল ইসলামকে অবগত করেন তারা৷
নিহত সৌরভের স্বজনরা জানান, আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পরি । তখন পাশ্বে রুমে সৌরভ মোবাইলে গেম খেলছিলাম, তখন রাত ১০ টার দিকে ছেলের ঘরে গিয়ে দেখি ছেলে নেই। রাতেই আত্মীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়ি সকালে প্রতিবেশী বাড়ীর পাশে ধানক্ষেতে আমার ছেলের লাশ দেখতে পাই। আমার ছেলেকে ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কেটে দিয়ে যারা এমন নৃশংস হত্যা করেছে আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্তাধীন আছে।’এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply