কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা আদালতের নির্দেশনা অমান্য করেই বাদীপক্ষ মোঃ আব্দুল মালেক এর পৈত্রিক ওয়ারিশ সূত্রের পাওয়া সম্পত্তির উপর জোরপূর্বক বিল্ডিং নির্মাণের কাজ চলমান রাখার মোঃ আলমগীর হোসেন বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
বাদীপক্ষ আব্দুল মালেক জানান বিবাদী আমার পাশের বাড়ীর পাশাপাশি ঘরের বাসিন্দা মৃত: কাশেম আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৫০) বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার তফসিলভুক্ত পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির উপর জোরপূর্বক জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করতে চান আলমগীর হোসেন।
এঘটনাকে কেন্দ্র করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ ও পাওয়া গেছে, অভিযোগের ভিত্তিতে সাক্ষীরা হলেন মো.নজরুল ইসলাম পিতা.মৃত. দুধ মিয়া, ছিদ্দিক পিতা. মৃত. সামছুল হক, মোঃ আলাউদ্দিন মেম্বার পিতা. মৃত. সৈয়দ আলী সর্ব সাং বারৈয়ারা।
তিনি অভিযোগের মাধ্যমে বলেন বিবাদী আলম খুবই উশৃংখল ও লোভী প্রকৃতির লোক এবং সমাজের কোন বিচার আচার মানেন না, আলমগীর হোসেন আমার তফসিলভূক্ত ১৩শতাংশ সম্পত্তির পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া মালিক হইয়া দীর্ঘদিন যাবত উক্ত সম্পত্তি ভোগদখল করিয়া আসিতেছি।
বর্তমানে বিবাদী আলম লোভের বশবর্তী হইয়া আমার উক্ত সম্পত্তির উপর পূর্বপাশের ১শতকের উপর জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছেন। তা ছাড়া উক্ত সম্পত্তির উপর জোরপূর্বক ভাবে বিল্ডিং নির্মাণের কাজ আরম্ভ করছেন। আমি বাঁধা করিলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।
আমি এঘটনার সম্পন্ন বিষয়াধী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করিলে, তাহারা আমাদের উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে। কিন্তু বিবাদী স্থানীয় বিচার না মানিয়া আমাদের উপর ক্ষীপ্ত হইয়া অনেক ক্ষতি করার ও চেষ্টা করে।
এমতাবস্থায় অদ্য ৬/৯/২০২৩ইং তারিখে আনুমানিক সকাল ১০টার সময় আমার তফসিল ভূক্ত সম্পত্তির উপর জোরপূর্বক বিল্ডিং এর খুঁটি বসানোর সময় আমি বাঁধা দিলে বিবাদী আলমগীর হোসেন আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
এদিকে কচুয়া থানায় লিখিত অভিযোগের পর সরজমিনে পুলিশ এসে তদন্ত সাপেক্ষে বিল্ডিং নির্মাণের কাজ স্থগিত করে দিয়ে যান। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেন কিন্তু বিবাদী আলমগীর হোসেনকে বিল্ডিং এর নির্মাণ কাজ চলমান রেখেছেন। তবে বিবাধী আইন অমান্য করে কাজ চলমান রাখায় তার বিরুদ্ধে চাঁদপুর জেলা অতিরিক্ত বিজ্ঞ আদালতে কার্যবিধি ১৪৫ধারা জারীকরে একটি মামলা দায়ের করা হয়।
তবে আদালতের নির্দেশনা অনুযায়ী বিবাদী আলম হোসেনের বিল্ডিং এর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এই জারীকৃত নোটিশের নির্দেশনা অমান্য করে কাজ করলে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আলমগীর হোসেন আদালতের আদেশ অমান্য করেই বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে, এবং বাদীপক্ষদের হুমকি দিয়ে যাচ্ছে, মিথ্যা মামলা দিবে বাদীপক্ষকে ভয়-ভীতি হুমকি প্রদর্শন চালিয়ে যাচ্ছে, বাদী পক্ষ একজন নীরিহ লোকও বটে, আদালতে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তারপরও সে তার বিল্ডিং নির্মাণের কাজ চলমান কাজ করতেছেন, কোন আইনি বাঁধা মানতেছেন না, এদিকে ভয়ভীতিতে দিন কাটাচ্ছেন বাদীপক্ষের লোকজন।
বাদীপক্ষগন মনে করছেন যেকোন ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা, করতে পারে বাদীপক্ষদের উপর আক্রমন, তাই আতঙ্কে বিরাজমান রয়েছেন পরিবারের সকল লোকজন।
Leave a Reply