শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহা ধুমধামে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার প্রস্তুতি। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে দূর্গা দেবী তৈরির কাজ।
কাঠ খড় বাঁশ পাট রশি সহ নানান উপকরণ দিয়ে প্রাথমিক ভাবে তৈরি করা হচ্ছে খাঁচা। প্রাথমিক কাজ শেষে খাঁচার উপর দেওয়া হবে মাটির প্রলেপ। ৮-১০ দিন শুকানোর পর বাহারী রং এ রঙ্গীন করা হবে দূর্গা মা কে। এর পর রং বে-রঙ্গের পোশাক ও সাজ গোজ পরিধান করানো হবে এই দূর্গতী নাশীনিকে।
এমনটাই জানা গেছে কান্দি, সাদুল্লাপুর, রামশীল, কলাবাড়ী, রাধাগঞ্জ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে। এ ছাড়াও দূর্গা পূজাকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে পিঠা-পুলি, মুড়কি-মুড়ি সহ বাহারী খাবার তৈরির ব্যাস্ততা। গৃহীনিরা ব্যাস্ত সময় পার করছেন ঘর-দুয়ার সাজানোর কাজে। শিশুরা ধরছে নতুন পোশাকের বায়না। গৃহ কর্তারা ব্যাস্ত রয়েছেন হাট-বাজারে কেনা-কাটায়।
পূজা উপলক্ষে আত্মীয়- স্বজনদের বাড়ীতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। সব মিলিয়ে চার দিকে বইছে সাজ সাজ রব। পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ মূখর পরিবেশ। রাধাগঞ্জ ইউপি দেবগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের দূর্গা কারিগর তুলশী পাল এই প্রতিবেদককে জানান- আগের বছর থেকে এ বছর সব মাল জিনিসের দাম বেশী, খরচ ও বেশি হবে, দশ-বারো দিনের মধ্যে দূর্গা তৈরির সম্পূর্ন কাজ সম্পন্ন হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন- আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, এ বছর অত্র উপজেলায় ৩২৫ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এখনো অনুষ্ঠিত হয় নি, এ পর্যন্ত কোথাও কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply