ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে গ্রেফতার সবুজ ওরফে ময়েন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। কালাই থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত মোঃ সবুজ ওরফে ময়েনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অপর আসামি আতাহার গ্রামের দিলবরের ছেলে (২০) নাইয়ের কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সবুজ ওরফে ময়েন (৩৮) মান্দাই গ্রামের মৃত আলী আফসারের ছেলে। সে উদয়পুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা শামিম রবিউল জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকায়, ময়েনের বড় ভাই আলী আনসার ইউনুস সানোয়ারসহ বেশ কয়েকজন মাদক ব্যবসা করে আসছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সবুজের বড় ভাই আলী আনার মাদকের ব্যবসার ও তার পরিবার দেখভাল করেন ফলে ময়েন দিদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে৷
তাদের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যারা তাদের কথা শুনছে না, মাদক ব্যবসায় সহযোগিতা করছেন না তাদের নানানভাবে হয়রানি করা হচ্ছে। ফলে এলাকার লোকজন তাদের ভয়ে কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না।
শনিবার সকাল ১১ টার দিকে জয়পুরহাট আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
গত শক্রবার ২২ সেপটেম্রাবর রাত ৯টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই বট গাছ মোসলেমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে কালাই থানা পুলিশ৷৷
কালাই থাবার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওয়াসিম আল বারী জানান, সবুজ ওরফে ময়েন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজেছে।
Leave a Reply