মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৩টি পাকা ও ১৫টি সেমিপাকা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।
প্রসাশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারি জমি দখল করে ১৮টি অবৈধ দোকান নির্মাণ করা হয়। বার বার নোটিশ দেওয়ার পর অবৈধ স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় স্কেভেটর দিয়ে ৩টি পাকা ও ১৫টি সেমিপাকা স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, অবৈধ দখল উচ্ছেদ চলমান রয়েছে, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযান চলাকালে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন, ইউপি মেম্বার রুহুল আমিন, পুলিশের একটি দল, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিল।
Leave a Reply