স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছেলে আল-আমিন শেখ কে মারপিটের ঘটনায় করা মামলার বাদী মা পারভিন বেগম (৪৫) কে বেধড়ক মারপিটে আহত করেছে বিবাদী পক্ষ ও তাদের লোকজন।
আহত গৃহবধু উপজেলার হিরণ গ্রামের আজগর আলী শেখের স্ত্রী। আহত কে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।
অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন তাকে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায় ছেলেকে মারপিটের মামলার বিবাদীর বাড়ী পুলিশকে দেখিয়ে দিতে স্বামী ও সন্তানকে নিয়ে পাশবর্তী বর্ষাপাড়া গ্রামে যায় পারভিন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা মারপিট করে তাকে।
আহত পারভীন বেগম সাংবাদিকদের বলেন- পুলিশের কথামত আসামী লিংকন বিশ্বাসের বাড়ী দেখিয়ে দিতে গেলে বখতিয়ার মুন্সী, মোজাহিদ মুন্সী, লিপু বিশ্বাস সহ কয়েকজনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে মারপিট করে দু পা ভেঙ্গে দেয়, আমি এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানাই।
আল-আমিন শেখ জানান- আমার কাছে তাদের পাওনা বাবদ তিন হাজার টাকা পরিশোধ করেছি, জরিমানার দশ হাজার টাকা দিতে পারিনি বলে কয়েক দিন পূর্বে মুফতি হান্নানের চাচাতো ভাই- মোজহিদ মুন্সি বখতিয়ার মুন্সি, লিংকন বিশ্বাস সহ কয়েকজনে আমাকে কুপিয়ে আহত করে, মামলা চলমান, ঐ মামলার বাদী আমার মা, আসামীদের উদ্দেশ্য ছিলো মাকে হত্যা করা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবসী বলেন- বখতিয়ার. মুজাহিদ গং এলাকার সুদখোর ত্রাস, গ্রামে তারা সন্ত্রাসী বাহীনী গড়ে তুলেছে, নিরিহ ও সংখ্যালঘু পরিবার গুলো প্রায়ই তাদের অত্যাচারে শিকার হয়, তাদের ভয়ে গ্রামের কেহ মুখ খুলতেও সাহস পায় না, জঙ্গি নেতা মুফতি হান্নানের চাচাতো ভাই তারা, এই সন্ত্রাসীদের সঠিক বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি আমরা।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত বক্তিয়ার মুন্সি ও মোজাহিদ মুন্সির বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায় নি। এ ঘটনায় ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে চার জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১২, তারিখ- ১৩/০৯/২০২৩ ইং।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- মামলা রুজু হয়েছে, আসামী গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply