বাকেরগঞ্জ প্রতিনিধি : সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো বরিশালে বাকেরগঞ্জে ১৭ সেপ্টেম্বর (রবিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ১১ টায় বাকেরগঞ্জ জে এইচ ইউ মডেল হাইস্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জে এইচ ইউ মডেল হাই স্কুলের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম (চুন্নু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা (রিক্তা) উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার পাদ্রিশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বাবু),দুধাল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোর্শেদ (উজ্জল) ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার ব্যাপকভাবে ভূমিকা রাখছে। সামনে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে আরো বেশি ভুমিকা রাখার তাগিদ দেয়।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের আয়োজনে দেয়া স্টল পরিদর্শণ করেন উপস্থিত অতিথিবৃন্দ ।
Leave a Reply