ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, রাইফেলের ৫ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামে শনিবার রাতে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে তারা নৌযানে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তÍতি নিচ্ছিল। আজ রবিবার দুপুরে পুলিশ সুপার কামাল হোসেন তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গ্রেফতার নৌ ডাকাতরা হচ্ছে মো. আলমগীর শেখ, মো. মাসুম শেখ, তারা মিয়া, আব্দুল মালেক, হাসান আলী শেখ, রহমত আলী। তাদের সবার বাড়ি ফুলছড়ি উপজেলায়। তিনি আরও জানান, আসামীদের সবার বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারির বেশ কিছু মামলা থাকলেও এদের মধ্যে কুখ্যাত মো. মাসুম শেখের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র আইনে ইতোমধ্যে ৮টি মামলা রয়েছে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় আজ অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি পৃথক দু‘টি মামলা হয়েছে।
Leave a Reply