কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে যৌথ ভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল শাখা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সহসভাপতি জিতেন্দ্র নাথ রায় ও কেষাধ্যক্ষ শংকর কুমার বনিক প্রমূখ। বক্তারা অভিলম্বে এ দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply