স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নারায়নখানা দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠ এর দপ্তরী মিন্টু রঞ্জন বৈরাগী (৪০) ও তার সহোদর রাম কৃষ্ণ বৈরাগী (৪৫) এর হাত থেকে নিজের ইজ্জ্বত বাচাতে বিষপানে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী রিংকু বৈরাগী (৩০) নামক এক গৃহবধু।
নিহত গৃহবধু উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামের বিধান হালদারের স্ত্রী।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
সরজমিনে জানা যায়, আপন ভাই সঞ্জিৎ হালদারের সাথে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মিন্টু ও রাম কৌশলে রাত বিরাত জাতায়াত করতো নিহত ঐ গৃহবধুর স্বামী বিধান হালদারের বাড়ীতে। ঘটনার আগে রাতের আধারে ঘরে ঢুকে স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা চালিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে মিন্টু। মিন্টু বৈরাগী কিছুদিন পূর্বে নারী ঘটিত কারনে ধরা খেয়ে টাকার বিনিময়ে রফাদফা করে বলে জানায় এলাকাবাসী।
নারী কেলেঙ্কারীতে অভিযুক্ত মিন্টু রঞ্জন বৈরাগী বলেন- আমি রিংকুর সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য তার বাড়ীতে যাতায়াত করতাম।
নির্ঝর হালদার জানান- আমরা রামকে রিংকুর ঘরে দেখেছি, তখন বাড়ীতে কেহ ছিলো না।
বিধান হালদার সাংবাদিকদের বলেন- রাতে মশারীর ভিতর ঘুমন্ত অবস্থায় মিন্টু আমার স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা চালালে হাতেনাতে ধরে জুতা পেটা করি, সেই থেকে আমার স্ত্রী এ জীবন রাখবোনা বলে আহাজারী করতো, আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই, মামলা চালিয়ে যাবো।
এ ব্যাপারে দায়াল হালদার আদর্শ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক রমনী মোহন রায় জানান- মিন্টুর বিরুদ্ধে অনৈতিক কর্মের অভিযোগ পেলে তাকে বরখাস্ত করা হবে।
এ ঘটনায় নিহত গৃহবধুর পিতা রাম চন্দ্র ঘরামী বাদী হয়ে- মিন্টু রঞ্জন বৈরাগী, রাম কৃষ্ণ বৈরাগী, সঞ্জিৎ হালদার সহ পাঁচ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি ময়না তদন্ত রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply