ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলার পৌর শহীদ মিনার চত্তরে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপনসহ অন্যরা।
প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম তার বক্তবে বলেন, সবাই ঐক্য থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন অপশক্তি বাংলাদেশে সৃষ্টি হওয়ার কোন সুযোগ নাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন একটি মহল বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে গনতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যহত রাকতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন জেলা কমিটি ঘোষনা করবেন।
Leave a Reply