ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়। এর পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
বক্তারা পদ্মা সেতু, মেট্রোরে সহ দেশের অভূতপূর্বক উন্নয়নের কথা তুলে ধরে, সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে পুনরায় নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতলুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান রিংকু, সদর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply