মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামীদের কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম, এর নেতৃত্বে এসআই/মোঃ শামসুল হক, এস আই সুরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্সসহ হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় দিবাগত রাত্রে পৃথক অভিযান চালিয়ে WA তামিল ০১ বছরের জি আর ১৬০/১৭( K) সাজা আসামী মিজানুর রহমান (২০) পিতাঃ আঃ রহমান সাং- গেন্দুকুড়ি ও জি আর ১১৬/২৩( H) ওয়ারেনভুক্ত আসামী এবং অপর একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি নাজির হোসেন( ৫৫), পিতাঃ মৃতঃ নফেল উদ্দিন সাং গেন্দুকুড়ি, উভয়থানাঃ হাতীবান্ধা জেলাঃ লালমনিরহাট গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
Leave a Reply