মোঃ মানছুর রহমান (জাহিদ), পাইকগাছা : বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও বিএনপি জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এবং সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল মান্নান সানা সভাপতি ও শংকর কুমার ঢালীকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন,সহ সভাপতি প্রদীপ কুমার মন্ডল,মফিজুল ইসলাম মিরন বালা,আব্দুস সামাদ গাজী, যুগ্ম সম্পাদক মোঃ লাভলু গোলদার , সাংগঠনিক সম্পাদক মিন্টু সাধু ,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রকাশ কুমার দাস।
মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির কলেজিয়েট স্কুলের হলরুমে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল গপ্ফার খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা-৬ পাইকগাছা – কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব।
উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, খুলনা জেলা আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেলা আ’লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রাজা, মাহমুদুন্নবী মিল্টন, সুরোজিৎ মন্ডল, অহিদুজ্জামান, আবু সাঈদ খান, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়, সুকৃতি রায়, মফিজুর রহমান, এসএম লুৎফর রহমান, সিরাজুল ইসলাম, বি সরকার, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, রাজিব গোলদার, আকরামুল ইসলাম, বিদ্যুৎ কুমার মন্ডল, ,মোঃ ফারুক হোসেন,উজ্জল মন্ডল শেখ ফরহাদুজ্জামান, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply