কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় রাত পোহালেই সোমবার ২নং লেবুখালী ও ৫নং শ্রীরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। সে লক্ষ্যে ১৬ জুলাই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও প্রার্থীরা।
রবিবার (১৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, নির্বাচনের সকল উপকরণ বন্ঠন করে প্রত্যেক ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন।
অপরদিকে ভোট কেন্দ্রের আশেপাশের চিত্র পাল্টে নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। এছাড়াও প্রার্থীদের সমার্থকরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে অস্থায়ী ক্যাম্প স্থাপনে ব্যস্ত দেখা গেছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সুমন মিয়া সাংবাদিককে জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীদের মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, আইন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে । এছাড়াও নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৮ জন প্রিজাইডিং, ৯৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৯২ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জরুরী কাজে নিয়োজিত এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি যানবাহনের ক্ষেত্রে যাতায়াতে কোন বাঁধা নেই।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম কাজ করবে। পর্যাপ্ত বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব টহলে থাকবে।
উল্লেখ্য, ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোঃ তুহিন আকন, অটোরিক্সা প্রতীকে মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, আনারস প্রতীকে মোঃ জলিলুর রহমান তালুকদার, ঘোড়া প্রতীকে মোঃ জহিরুল ইসলাম ও চশমা প্রতীকে হাসান মাহামুদ দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আমিনুল ইসলাম ছালাম, আনারস প্রতীকে মোঃ আজাহার আলী মৃধা ও ঘোড়া প্রতীকে মাহামুদুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ওই ২ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply