মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার সিংগীমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও মোটসাইকেলসহ একজনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
লালমনিরহাটের লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, এর নেতৃত্বে এসআই/মোঃ বাবুল হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন সিংগীমারী মৌজাস্থ ধৃত আসামী মোঃ এজাজুল ইসলাম (৫৫) পিতা- মৃত ই্উনুস আলী, সাং-সিংগীমারী ৮নং ওয়ার্ড এর উত্তর বসত ভিটার দক্ষিন দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের ভিতর থাকা একটি লাল রংয়ের পুরাতন ব্যবহৃত এপাসি RTR মোটর সাইকেল এর টেংকি ও সাইড কভারের ভিতর বিশেষ পদ্ধতিতে সাজানো ৯০ (নব্বই) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং উক্ত মোটর সাইকেল পার্শ্বে থাকা ১টি হলুদ-লাল রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ৪০ (চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, সর্ব মোট (৯০+৪০)=১৩০ (একশত ত্রিশ) বোতল মাদকদ্রব্য কোডিনযুক্ত ভারতীয় ফেন্সিডিলসহ এজাজুল ইসলাম (৫৫) পিতা- মৃত ই্উনুস আলী, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-সিংগীমারী ৮নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট গ্রেপ্তার পূর্বক মাদকদ্রব্য ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করা হয় এ সংক্রান্তের হাতীবান্ধা থানার মামলা নম্বর ১০, ধারা- ৩৬(১) সারনীর ১৪ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার সিংগীমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও মোটসাইকেলসহ একজনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
Leave a Reply