স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিয়ম বহির্ভূত ভাবে অনুষ্ঠিতব্য বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অফিস।
উপজেলার ২৮ নং বান্ধাবাড়ী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্ধারিত সময়ের পূর্বেই প্রার্থীদের নির্বাচনী ফরম বিক্রি বন্ধ করে প্রধান শিক্ষকের সু-কৌশলে আত্মগোপন ও তড়িঘড়ি করে কমিটি সিলেকশন দিয়ে রেজুলেশন করাকে কেন্দ্র করে জন মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় এলাকার ১৮ জন ছাত্র অভিভাবক বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
শহিদুল ইসলাম, বাদল হাওলাদারসহ একাধিক ছাত্র অভিভাবক সাংবাদিকদের জানান, আমরা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ফরম কিনতে স্কুলে গিয়েছিলাম দেয় নি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মুকুল হাওলাদার বলেন, বিগত বিশ বছর যাবৎ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন হয়ে আসছে, বৈধ অবৈধ বুঝি না।
এ ব্যাপারে কথা বলার জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরবিলাশ পাইক এর মোবাইলে বার বার ফোন করে সংযোগ পাওয়া না গেলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ ঢালী বলেন, হেড স্যার আমাকে ফরম বিক্রি সহ নির্বাচনী কোন দায়িত্ব বুঝিয়ে দিয়ে যায় নি, তার ছুটির বিষয় টি ও আমার জানা নোই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে নির্বাচন স্থগিত করেছি, পরবর্তীতে আমার নিজ দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply