মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন।
জেলায় পুলিশ সুপার সাইফুল ইসলাম, যোগদানের পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি । তিনি এই জেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই,তার গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাধারন মানুষের মনে স্থান করে নিয়েছেন।
সাম্প্রতিক লালমনিরহাট জেলার ৫ উপজেলায় অবৈধভাবে মাদক ব্যবসা বন্ধে বেশ কয়েকটি মাদকের ব্যবসা পয়েন্টে অভিযান পরিচালনা করেন তিনি ।
এ সময় তিনি অবৈধভাবে মাদকের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা পুলিশ সুপারের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে সাধারণ জনগনের উপস্থিতিতে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেন থানার পুলিশকে। যোগদানের পর লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ,হাতীবান্ধা, পাটগ্রাম সহ পাচ উপজেলার বিভিন্ন মামলা তিনি বিভিন্ন যায়গায় গিয়ে তদন্ত করেন।
গত (১০ই জুলাই) ২০২৩ইং ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে মাঠ সমিক্ষা কার্যক্রম গ্রহণের নিমিত্তে ১০ জন প্রশিক্ষনার্থী কর্মকর্তাকে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ হতে শুভেচ্ছা জানান সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার (প্রবি.)।
লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয় পর্ব শেষে লালমনিরহাট জেলা সম্পর্কে ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জানানো হয়।
এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জেলায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সার্বিক উন্নয়ন ও শুভেচ্ছা জানাবো তার সাঙ্গে জেলার সাধারন মানুষের সার্বিক উন্নয়ন কাজে জেলার পুলিশ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করে জেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, লালমনিরহাট জেলার সকল পুলিশ অফিসারদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি এবং জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।৷
আরো জানা গেছে, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, চাকরীতে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন। তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।
Leave a Reply