মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্ষার সময় গ্রামের কাঁচা রাস্তা গুলি জনদূভোগের কারণ হয়ে যায়। হাঁটুজল কাদা পানিতে চলাচলে সীমাহীন দূর্ভোগে পড়েন ইউনিয়নবাসী।
ইউনিয়নবাসীর কষ্টের কথা চিন্তা করে জনদরদী দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল তার ইউনিয়নের দিকশাও বেপারিটোলা নারায়ণপুর গ্রামের জনদূর্ভোগের কারণ কাদাযুক্ত রাস্তায় নিজ অর্থায়নে নিজে উপস্থিত থেকে সংস্কার করছেন।
তিনি পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কাচা রাস্তা সংস্কার করে কাদামুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
এব্যাপারে ইউনিয়নবাসী বলেছেন ,জনদরদী চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল কে আমরা ২০১৭ সাল থেকে যেমন বিভিন্ন প্রয়োজনে পেয়েছি ঠিক চেয়ারম্যান হওয়ার পরও একইভাবে দুঃসময়ে পাশেই পাচ্ছি। আমরা মনে করি, ৪নং দিওড় ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের বিকল্প নাই।
Leave a Reply