মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি আকবর আলী নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মোঃ আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বসুন্দিয়া পুলিশ ক্যাম্প পুলিশের সহযোগিতায় বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত আসামি অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত- আনোয়ারুল্লাহর ছেলে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো, তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply