স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি সাবেক সচিব জনাব শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকষ্মিক পরিদর্শনে আসেন।
মঙ্গলবার দিবাগত রাত আট টায় ঘন্টা ব্যাপি এ পরিদর্শন করেন তিনি।
তিনি এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, নুতন ভবন, পুরাতন ভবনের প্রতিটি ওয়ার্ড, শৌচাগার ঘুরে ঘুরে দেখেন, রুগীদের সাথে কথা বলে চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।
রোগীর এক্স-রে সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরিক্ষা-নিরিক্ষা সরকারী ভাবে হাসপাতালে সম্পাদন করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা এর কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান- আমি আগামী কাল থেকে শুরু করব। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থা সহ সামগ্রীক দিক পরিদর্শন শেষে অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি।
তার সাথে এ সময়- প্রফেসর ডাঃ ইকবাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাদেক হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply