মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের সদর থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে জুয়ার সরঞ্জামাদি ও ওয়ারেন্টসহ আসামীদের কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাটের ০৫নং হারাটি ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড পশ্চিম আমবাড়ী টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ০২ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত ০২ জন জুয়াড়ুসহ পলাতক সর্বমোট ০৯ জনের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ১৪, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। জুয়া খেলার সরঞ্জামাদি তাস ৫২টি, নগদ ৬৩০/- টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত দুইটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। এছাড়াও এলাকায় গন উপদ্রব সৃষ্টি করায় পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জন, নারী ও শিশু নির্যাতন অপহরন মামলায় ০১ জন, চুরি মামলায় ০১ জন এবং ওয়ারেন্ট ভুক্ত ০১ জনসহ সর্বমোট ০৭ জন আসামী গ্রেফতার করেন।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
Leave a Reply