মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোর জেলার অভয়নগর থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান গাজী (৪৫)কে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৯ জুলাই) ভোর রাতে তাকে আটক করা হয়।
অভয়নগর থানার ওসি অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।সিদ্ধিপাশা ক্যাম্পের আইসি এসআই আকরাম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামিকে সঙ্গীও সহ অদ্য ৯/৭/২৩ ভোরবেলায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আসামি ইমরান গাজী সিদ্ধিপাশা গ্রামে মৃত মোবারকের ছেলে।
অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, আটক আসামি ইমরান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। প্রথম স্ত্রীর করা যৌতুক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে তিনমাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন।
আসামিকে রবিবার বেলা ১১ টায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply