মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে ১০নং বড়বাড়ী ইউনিয়ন হতে জুয়া সরঞ্জামাদিসহ দুইজন কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
গত (৭ই জুলাই) ২০২৩ইং লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে এসআই মোঃ রুহুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ১০নং বড়বাড়ী ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের পিছনে জনৈক সবুজ মিয়া এর বাড়ী হইতে অনুমান ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতের মধ্যে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদি তাস ৫২টি, নগদ মোট ৪৭০/- টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি পলিথিন সহ দুই জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জুয়ারু আসামীরা হলেন আব্দুল আউয়াল (২৮), পিতা- আব্দুর রহমান, সাং- সুপরাজি, জাহাঙ্গীর (২৯), পিতা- মৃত রেজাউল করিম, সাং- শিবরাম, উভয়ের থানা ও জেলা-লালমনিরহাট।গ্রেফতারকৃত ০২ জন জুয়াড়ুসহ পলাতক সর্বমোট ০৮ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং- ১৩, ধারা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০নং বড়বাড়ী ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের পিছনে জনৈক সবুজ মিয়া এর বাড়ী হইতে অনুমান ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতের মধ্যে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদিসহ০২জন জুয়ারু কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
Leave a Reply